জবাবদিহি সৈয়দ আবুল হোসেন করবেনা, করবে খালেদা ইউনুস, হিলারী ক্লিনটন; যে
কারনে পদ্মা সেতুর নির্মাণ কাজ পিছিয়ে গিয়েছিল। গোটা আওয়ামী লীগ সরকারকে
জাতি সংঘ, বিশ্ব ব্যাংক ও কানাডার নিকট হেয় প্রতিপন্ন করার মহা ষড়যন্ত্রের
গ্যারাকলে মন্ত্রীত্ব অস্তিত্ব মান সন্মান তথা মাদারীপুর কালকিনিবাসীর
আগামী দিনের সোনালী স্বপ্ন ভেঙ্গে চৌচির করে দেয়া হয়েছিল। আজ সময়
এসেছে সৈয়দ আবুল হোসেনের ন্যায্য বিচার পাবার। বঙ্গবন্ধু তনয়া সে সুবিচার
প্রতিষ্ঠা করবেন ইনশাহ আল্লাহ। ফিরিয়ে দেবেন আমাদের সন্মানিত সাংসদের
পদবী ও মন্ত্রীত্ব। আমরা কালকিনিবাসী জাতিরজনকের আদর্শ স্বপ্ন ও চেতনায়
উদ্ভাসিত চির বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত শোষিত অত্যন্ত গ্রাম্য কৃষক শ্রমিক
তাতী জেলে বনিক ধনিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান আগামী জাতীয় সংসদ
নির্বাচনে গভীর আশায় বিশাল প্রত্যাশার বাসনা বক্ষে লালন করে বেচে আছি।
আমরা আমাদের কালকিনির পবিত্র মাটিতে জন্ম নেয়া সৈয়দ আবুল হোসেন কে এবারো নৌকার কান্ডারী-মাঝি হিসেবে পেতে চাই।
আমরা বিদেশী কোন ভাড়াতে লুটেরা দুর্নীতিবাজ চাঁদাবাজ নেতা কালকিনির মাটিতে দেখতে চাইনা।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জয় হোক কালকিনিবাসীর
জয় হোক দেশরত্ন শেখ হাসিনার
মোকতেল হোসেন মুক্তি
বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় কন্ঠশিল্পী
আমরা আমাদের কালকিনির পবিত্র মাটিতে জন্ম নেয়া সৈয়দ আবুল হোসেন কে এবারো নৌকার কান্ডারী-মাঝি হিসেবে পেতে চাই।
আমরা বিদেশী কোন ভাড়াতে লুটেরা দুর্নীতিবাজ চাঁদাবাজ নেতা কালকিনির মাটিতে দেখতে চাইনা।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জয় হোক কালকিনিবাসীর
জয় হোক দেশরত্ন শেখ হাসিনার
মোকতেল হোসেন মুক্তি
বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় কন্ঠশিল্পী
No comments:
Post a Comment