রনি হওয়ার স্বপ্ন নিয়ে কেউ রাজনীতি চর্চা করোনা।সর্বোচ্চ ‘রনি’ চরিত্রটি যে কোন গল্প,কবিতা অথবা উপন্যাসে ঠাঁই দিতে পারো।কারন বাস্তবতা অনেক কঠিন,অনেক বেশী দূর্গম।’রনি’দের স্বপ্ন পূরন হবেনা এ সমাজে।যে কলেজগুলোতে প্রগতির পতাকা উত্তোলনের পর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে স্বপ্ন দেখেছিলাম সে কলেজগুলোর জন্য পাবলিক দূর্ভোগ চরম আকার ধারন করেছে।দায়ী কে?রনি নাকি রনি বিরোধীরা?শিক্ষা আন্দোলনের পতাকা উড়িয়ে রনি’রা পেয়েছি চাঁদাবাজির খেতাব।অথচ শিক্ষা বানিজ্যে নিয়োজিতরা দাঁত খেলিয়ে হাসছে এই নগরের লুটভবনগুলোতে।মাঠ রক্ষার আন্দোলনে গিয়ে রনি’রা হয়েছে পুলিশের গুলিতে বুলেটবিদ্ধ,হয়েছে বাঁশ রড চুরি মামলার আসামী।আর মাঠ খেকোর নাম হয়েছে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডট ডট ডট গোস্বামী চন্দ্রবিন্দু।মানবতার উদাহরন তৈরী করতে গিয়ে রনি’রা হয়েছে প্রতারকের হাতে পরাজিত,এতেও সার্বিক সহযোগিতায় একই মোস্তাক চক্রবর্তীরা।
রনি’দের স্বপ্নগুলো কাজী নজরুল অথবা রবীন্দ্রনাথের হাতেই স্বার্থকতা পেয়েছে বারবার।এদেশের কোন দলের কোন রাজনৈতিক নেতা রনি’দের স্বপ্ন পূরনে এগিয়ে আসেনি।মানবকন্যা শেখ হাসিনা দেশের ভাগ্য উন্নয়নে একক নৈপুন্যে কাজ করলেও নিজ দল ও অন্য সব দলের নেতারা রনি’দের দমন পীড়নে সবচেয়ে বেশী ভূমিকা রাখছে।
তাই পরিশেষে বলছি রনি হওয়ার স্বপ্ন দেখে নির্ঘূম রাত্রীযাপন সব দিক থেকেই ক্ষতিকর।এই যে দেখছো,জ্যান্ত নূরুল আজিম রনি আমি,
দিনশেষে মিথ্যা অপবাদে ৫ টি ফৌজদারী মামলা,২ বছরের সশ্রম কারাদন্ড আর পকেটে ৭২ টাকা নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছি।
আমি রনি জেনে শুনে বুঝেই আত্মঘাতি হতে এ পথে এসেছি।জলজ্যান্ত আমি নূরুল আজিম রনির স্বপ্ন বাস্তবায়ন না হলেও এসবের বিরোধিতা কারীদের মুখোশ উন্মোচনের জন্য আমার জন্ম হয়েছে।
এ লড়াই চলুক,চলবে....
No comments:
Post a Comment